মরডাঙ্গা সেকেন্দারিয়া ফাযিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন
- প্রকাশের সময় : ০৯:১৪:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৪৪১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নে অবস্তিত ঐতিহ্যবাহি মরডাঙ্গা সেকেন্দারিয়া ফাযিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুৃষ্ঠিত হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজবাড়ীর বাস্তবায়নে ২ কোটি তেরানব্বই লক্ষ ৪৪ হাজার টাকা মূল্যের নতুন চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মান কাজ সম্পন্ন করবে জিএমএন এন্ড ডিআইএজেভি ঠিকাদারী প্রতিষ্ঠান।
গতকাল রবিবার বিকালে মরডাঙ্গা সেকেন্দারিয়া ফাযিল মাদ্রাসার সহ-সভাপতি মজিবুর রহমান রতন এর সভাপতিত্বে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে বার্ষিক এ ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান ,পুরস্কার বিতরন ও মাঠের উত্তর পাশে নতুন চারতলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব , সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন, মরডাঙ্গা সেকেন্দারিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রশিদ মিয়া ,নতুন চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ঠিকাদার আজিবর সরদার ,পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাতেম আলী প্রমূখ।