রাজবাড়ীতে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
- প্রকাশের সময় : ০৯:৩৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / ১৪৫২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥রাজবাড়ীতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ছাত্রীর বাবা রিয়াজ শেখ নামে এক যুবকের বিরুদ্ধে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত রিয়াজ সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদি জয়পুর গ্রামের মজিবর রহমান শেখের ছেলে। বুধবার শহীদওহাবপুর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রিয়াজ মাঝে মধ্যেই ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিত ও উত্যক্ত করতো। কিন্তু রিয়াজের প্রস্তাবে ওই ছাত্রী রাজী হয়নি। বুধবার সকালের দিকে ওই ছাত্রী স্কুলে যাওয়ার সময় রিয়াজ তার পথ অবরোধ করে। পরে তার মুখ চেপে ধরে জোরপূর্বক বাগানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় ছাত্রী মুখের হাত ছাড়িয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। তবে পালিয়ে যায় রিয়াজ।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান জানান, ভুক্তভোগী ছাত্রীর বাবা একটি লিখিত অভিযোগ দিয়েছে। এব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। রাজবাড়ী সদর থানাকেও বিষয়টি অবগত করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে অভিযোগপত্রের একটি অনুলিপি তার কাছে আসার পরই তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। অভিযুক্ত রিয়াজকে আটকের চেষ্টা চলছে। এব্যাপারে ভুক্তভোগীরা থানায় মামলা দিতে চাইলে তা গ্রহণ করা হবে।