প্রকৃতি মাঝে বেঁচে থাকবেন মেজবাহ উল করিম রিন্টু
- প্রকাশের সময় : ০৮:৩৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৪৩৪ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ সবার ভালোবাসায় প্রকৃতির মাঝে বেঁচে থাকবেন মেজবাহ উল করিম রিন্টু। তার মানুষ প্রকৃতি দেশ সমাজ নিয়ে তার যে স্ব^প্ন ছিল তা পূরণ করতে হবে সবাইকেই। মেজবাহ উল করিম রিন্টুর শোকসভায় রিন্টুকে স্মরণ করতে এমন কথাই উচ্চারিত হয় বক্তাদের মুখে। মেজবাহ উল করিম রিন্টু রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সভাপতি ও সামাজিক সংগঠন সহযাত্রার আহ্বয়ক।
সোমবার বিকেলে জেলা উদীচীর উদ্যোগে উদীচী কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয়। জেলা উদীচীর উদ্যোগে অনুষ্ঠিত সভায় ডা. সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তৃতা করেন অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা, আজিজা খানম, সৈয়দ সিদ্দিকুর রহমান, সবিতা চন্দ প্রমুখ।
বক্তারা আরও বলেন, রিন্টু ছিলেন সত্যিকার অর্থেই দেশপ্রেমিক। সমাজের জন্য, মানুষের জন্য যা হিতকর তা করতেত নীরবে। তার অকাল মৃত্যুতে রাজবাড়ীর অনেক ক্ষতি হলো। তার স্বপ্নকে সত্যি করতে সবাইকে এগিয়ে আসতে হবে।