গোয়ালন্দে আ. হালিম মিয়া কলেজের প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৩৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
- / ১৪০৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দে শুক্রবার সকাল ১১টায় আ. হালিম মিয়া কলেজের প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী রুস্তম মিয়া নামের এ ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন।
আ. হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন গেদু, গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল হালিম মিয়া, অধ্যাপক নুরুজ্জামান ফকীর, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক নুরুল ইসলাম মন্ডল প্রমুখ।
Tag :