রাজবাড়ীতে বিএনপির ৮ ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা
- প্রকাশের সময় : ০৬:০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
- / ১৫৯৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষে রাজবাড়ীতে বিএনপির আটটি ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভায় এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিলুপ্তকৃত কমিটিগুলোর মধ্যে রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌর কমিটি রয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যড. লিয়াকত আলী।
বৃহত্তর ফরিদপুর জেলার দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও সহ সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যদের মাঝে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সাবেক সাংসদ নাসিরুল হক সাবু, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যড. এমএ খালেক, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, গাজী আহসান হাবীব, অ্যড. কামরুল আলম, চৌধুরী আহসানুল করিম হিটু, রেজাউল করিম পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যড.লিয়াকত আলী জানান, বৃহত্তর ফরিদপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের উপস্থিতিতে জেলার আটটি ইউনিট কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে বিলুপ্ত করা কমিটিগুলো পুনর্গঠন করা হবে।