রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী
- প্রকাশের সময় : ০৯:৫৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
- / ১৪২৪ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সোমবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম।
এ উপলক্ষে এক আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তারের সভাপাতি্েত্ব বক্তৃতা করেন রাজবাড়ীর পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শাহীনুর আক্তার পপি, সহকারী প্রধান শিক্ষক জোবায়রা জহুর, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদ্যুৎ কুমার দাস।
আলোচনা শেষে বিদ্যালয়ের ছাত্ররা আবৃত্তি, সঙ্গীত সহ বিভিন্ন বিভাগে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।