Dhaka ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে গুড়ি গুড়ি বৃষ্টি॥ শীতে স্থবির জনজীবন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
  • / ১৪৭৪ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে বৃহস্পতিবার রাতভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। শৈত্য প্রবাহ, কনকনে ঠান্ডা আর প্রচন্ড শীতের মধ্যে বৃষ্টি হওয়ায় রাজবাড়ীর জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। এদিকে কুয়াশা আর শীতে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
গত কয়েকদিন যাবৎ রাজবাড়ীতে বিরাজ করছে শৈত্য প্রবাহ। রাতে ঘন কুয়াশা। সেই সাথে তীব্র শীত। জেলার ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের জনজীবন অনেকটাই বিপর্যস্ত। শীতে স্থবির মানুষের জনজীবন। এর মধ্যে বৃহস্পতিবার রাতভর বৃষ্টিতে শীতের তীব্রতা আরও বেড়েছে। ছিন্নমূল মানুষেরা মোটা কাপড় গায়ে জড়িয়ে মানবেতর জীবনযাপন করছে। শীতের তীব্রতা বাড়ায় কাজে যেতে পারছেনা খেটে খাওয়া দিনমজুররা। বৃষ্টিতে ফসলের ক্ষতি আশঙ্কা করছেন কৃষকরা।
রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক গোপাল কৃষ্ণ দাস জানান, বৃহস্পতিবার রাতে রাজবাড়ীতে চার মিলিমিটার বৃষ্টি হয়েছে। শীতের বৃষ্টিতে ফসলহানির আশঙ্কা না থাকলেও বজিতলার ক্ষতি হতে পারে। কোল্ড ইনজুরি দেখা দিতে পারে। এজন্য বীজতলায় বিকেলে পানি দিয়ে ভিজিয়ে রেখে পরদিন সকালে পানি বের করে দিতে কৃষকদের বার্তা দিচ্ছেন। অথবা সাদা স্বচছ পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে গুড়ি গুড়ি বৃষ্টি॥ শীতে স্থবির জনজীবন

প্রকাশের সময় : ০৭:১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে বৃহস্পতিবার রাতভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। শৈত্য প্রবাহ, কনকনে ঠান্ডা আর প্রচন্ড শীতের মধ্যে বৃষ্টি হওয়ায় রাজবাড়ীর জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। এদিকে কুয়াশা আর শীতে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
গত কয়েকদিন যাবৎ রাজবাড়ীতে বিরাজ করছে শৈত্য প্রবাহ। রাতে ঘন কুয়াশা। সেই সাথে তীব্র শীত। জেলার ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের জনজীবন অনেকটাই বিপর্যস্ত। শীতে স্থবির মানুষের জনজীবন। এর মধ্যে বৃহস্পতিবার রাতভর বৃষ্টিতে শীতের তীব্রতা আরও বেড়েছে। ছিন্নমূল মানুষেরা মোটা কাপড় গায়ে জড়িয়ে মানবেতর জীবনযাপন করছে। শীতের তীব্রতা বাড়ায় কাজে যেতে পারছেনা খেটে খাওয়া দিনমজুররা। বৃষ্টিতে ফসলের ক্ষতি আশঙ্কা করছেন কৃষকরা।
রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক গোপাল কৃষ্ণ দাস জানান, বৃহস্পতিবার রাতে রাজবাড়ীতে চার মিলিমিটার বৃষ্টি হয়েছে। শীতের বৃষ্টিতে ফসলহানির আশঙ্কা না থাকলেও বজিতলার ক্ষতি হতে পারে। কোল্ড ইনজুরি দেখা দিতে পারে। এজন্য বীজতলায় বিকেলে পানি দিয়ে ভিজিয়ে রেখে পরদিন সকালে পানি বের করে দিতে কৃষকদের বার্তা দিচ্ছেন। অথবা সাদা স্বচছ পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখতে পারে।