রাজবাড়ীতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প
- প্রকাশের সময় : ০৭:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
- / ১৪৪০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের বরাট ভাকলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃহস্পতিবার দুস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। বরাট এলাকার বাসিন্দা প্রয়াত ছাদেক আলী মন্ডলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাদেকাবাদ জনকল্যাণ ট্রাস্ট এ ক্যাম্পের আয়োজন করে।
এলাকার তিনশ দুস্থ অসহায় মানুষকে দিনব্যাপী চিকিৎসাসেবা দেন ডা. মোছাদ্দেক হোসেন সানি, ডা. রুমানা জাহান, ডা. সামিন জাহান ও ডা. মুজাহিদুল ইসলাম সোহান। এসময় তাদের রক্তের গ্র“প নির্ণয় ও ওষুধও দেয়া হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, এ ট্রাস্টের পক্ষ থেকে সপ্তাহের তিন দিন দুস্থদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের সেবা ও ওষুধ বিতরণ করা হয়ে থাকে। এসব সেবার মধ্যে রয়েছে দুস্থ এতিম প্রযতœ প্রকল্প শিক্ষা, দাতব্য চিকিৎসা সেবা কেন্দ্র, সেলাই প্রশিক্ষণ, শিশু শিক্ষা নিরাময় দান, মেধাবৃত্তি প্রদান, মাতৃত্ব সেবা ইত্যাদি।
১৯৯৮ সালের ১৫ ডিসেম্বর ছাদেক আলী মন্ডল মৃত্যুবরণ করেন। তার বড় ছেলে মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাচ্চু ছাদেকাবাদ জনকল্যাণ ট্রাস্ট ও এতিমখানা প্রতিষ্ঠা করেন। তার অন্য দুই ছেলে মোঃ মনোয়ার হোসেন মুন্নু ও সাইদুল হাসান মিতু ট্রাস্ট পরিচালনা কাজে সহযোগীতা করেন।