গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে অটোরিক্সা চাপায় শিশুর মৃত্যু

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৫৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / 412
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলার সীমান্ত এলাকা পাইকাড়া মোড় নামক স্থানে সোমবার দুপুরে অটোরিক্সা চাপায় তালহা(৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে পাংশা পৌর এলাকার নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, পাইকাড়া মোড় এলাকায় তালহা পরিবারের অন্য সদস্যদের সাথে দাঁড়িয়েছিল। ওই সময় দ্রুতগামী একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালুখালী থানার ওসি কামরুল হাসান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন। দুর্ঘটনাস্থলটি পাংশা থানার আওতায়।
পাংশা থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, বিষয়টি তিনি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।
Tag :