Dhaka ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৩০

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
  • / ১৩৫৭ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার দুর্গাপুর এলাকায় বুধবার বিকেলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও অন্ততঃ ৩০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাজবাড়ি গ্রামের ফরমান মন্ডল। বাকীদের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতদের মধ্যে ১৩ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে এবং বাকীদের ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদশীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুমারখালীগামী লালন পরিবহনের একটি বাস দুর্গাপুর অতিক্রম করার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী অপর একুিট লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। আর রাজবাড়ী সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও দুইজন। দুর্ঘটনায় দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় আহতদের আর্তচিৎকারে চারদিকের পরিবেশ ভারী হয়ে ওঠে।
গান্ধীমারা হাইওয়ে থানার এসআই সাইফুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা নিহত ও আহতদের উদ্ধার কাজ শুরু করেন। নিহত চারজনের মধ্যে এখন পর্যন্ত একজনের পরিচয় পাওয়া গেছে। বাকীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
রাজব্ড়াী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ্বাস জানান, রাজবাড়ী সদর হাসপাতালে বর্তমানে ১৩ জন ভর্তি আছে। অনেক রোগীর অবস্থা খারাপ থাকায় নাম এন্ট্রি ছাড়াই রেফার্ড করতে হয়েছে। আহতদের সংখ্যা ৪০ জনেরও বেশি হতে পারে বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৩০

প্রকাশের সময় : ০৮:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯

জনতার আদালত অনলাইন ॥ দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার দুর্গাপুর এলাকায় বুধবার বিকেলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও অন্ততঃ ৩০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাজবাড়ি গ্রামের ফরমান মন্ডল। বাকীদের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতদের মধ্যে ১৩ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে এবং বাকীদের ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদশীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুমারখালীগামী লালন পরিবহনের একটি বাস দুর্গাপুর অতিক্রম করার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী অপর একুিট লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। আর রাজবাড়ী সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও দুইজন। দুর্ঘটনায় দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় আহতদের আর্তচিৎকারে চারদিকের পরিবেশ ভারী হয়ে ওঠে।
গান্ধীমারা হাইওয়ে থানার এসআই সাইফুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা নিহত ও আহতদের উদ্ধার কাজ শুরু করেন। নিহত চারজনের মধ্যে এখন পর্যন্ত একজনের পরিচয় পাওয়া গেছে। বাকীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
রাজব্ড়াী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ্বাস জানান, রাজবাড়ী সদর হাসপাতালে বর্তমানে ১৩ জন ভর্তি আছে। অনেক রোগীর অবস্থা খারাপ থাকায় নাম এন্ট্রি ছাড়াই রেফার্ড করতে হয়েছে। আহতদের সংখ্যা ৪০ জনেরও বেশি হতে পারে বলে জানান তিনি।