গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে পানের বরজে অগ্নিসংযোগের অভিযোগ

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / 444
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের স্বর্পবেতাঙ্গা গ্রামে দুটি পানের বরজে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলো একই গ্রামের খায়ের শেখ ও আকমল খান।
স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোর চারটার দিকে পানের বরজে আগুন দেখতে পেয়ে স্বর্পবেতাঙ্গা মসজিদের ইমাম আব্দুল আজিজ চিৎকার করে লোকজনকে ডেকে তোলেন। ওই সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত খায়ের শেখ ও আকমল খান জানান, পানের বরজে আগুন লাগার কোনো কারণই নেই। দুর্বৃত্তরা শত্র“তাবশতঃ আগুন লাগিয়ে দিয়েছে। এতে তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
Tag :