গোয়ালন্দে ৪শ পুড়িয়া হেরোইনসহ গৃহবধু আটক
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:৩৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৬৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দে ৪শ পুড়িয়া হেরোইনসহ দুলালী বেগম (৪০) নামের এক গৃহবধুকে নিজ বাসা থেকে গ্রেফতার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়া গ্রামের মো. মঞ্জু সেকের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্র জানায়, দুলালী বেগম গোয়ালন্দ পৌরসভা ৫নং ওয়ার্ডে জুড়ান মোল্লা পাড়া মহল্লার তার নিজ বাড়ীতে মজুদ রেখে হেরোইনের ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ৩৬০ পুড়িয়াসহ হেরোইনসহ (২০ গ্রাম) তাকে আটক করা হয়। মোট ৪শ পুড়িয়ার মধ্যে সে ইতিমধ্যে ৪০ পুড়িয়া বিক্রি করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রসিকিউটর ধনঞ্জয় চন্দ্র মন্ডল জানান, এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।
Tag :