Dhaka ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কেকেএস এর উদ্যোগ ॥ রাজবাড়ীতে দিনব্যাপী বিতর্ক উৎসব

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
  • / ২১৭৩ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ ‘মুক্ত জ্ঞানের আলোয় উজ্জ্বল হোক সমাজ’ স্লোগানকে সামনে রেখে শিশু কিশোরদের মেধা ও মননে গড়ে তোলার লক্ষ্যে রাজবাড়ী কর্মজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে ও পল্লী কর্মী সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় মঙ্গলবার রাজবাড়ীতে দিনব্যাপী কেকেএস বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সকালে রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধ্যা মিলনায়তনে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সভাপতি মেজবাহ উল করিম রিন্টু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান। কর্মজীবী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন সমকাল সুহৃদ সমাবেশ রাজবাড়ী শাখার সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী ডিবেট এসোসিরনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তন্ময় প্রমুখ। শুরুতেই অংশগ্রহণকারীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।
বক্তারা বলেন, বিতর্ক এমন একটা বিষয়, যেটি চর্চার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করে গড়ে তোলা যায়। বিতর্কের মাধ্যমেই শিশুরা দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।
বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদা খানম, বালিয়াকান্দি পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুবউদ্দিন সিদ্দিকী, আরডিএর সহ সভাপতি ফারুক উদ্দিন।
জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৬টি দল বিতর্কে অংশগ্রহণ করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কেকেএস এর উদ্যোগ ॥ রাজবাড়ীতে দিনব্যাপী বিতর্ক উৎসব

প্রকাশের সময় : ০৭:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯

জনতার আদালত অনলাইন ॥ ‘মুক্ত জ্ঞানের আলোয় উজ্জ্বল হোক সমাজ’ স্লোগানকে সামনে রেখে শিশু কিশোরদের মেধা ও মননে গড়ে তোলার লক্ষ্যে রাজবাড়ী কর্মজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে ও পল্লী কর্মী সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় মঙ্গলবার রাজবাড়ীতে দিনব্যাপী কেকেএস বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সকালে রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধ্যা মিলনায়তনে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সভাপতি মেজবাহ উল করিম রিন্টু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান। কর্মজীবী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন সমকাল সুহৃদ সমাবেশ রাজবাড়ী শাখার সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী ডিবেট এসোসিরনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তন্ময় প্রমুখ। শুরুতেই অংশগ্রহণকারীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।
বক্তারা বলেন, বিতর্ক এমন একটা বিষয়, যেটি চর্চার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করে গড়ে তোলা যায়। বিতর্কের মাধ্যমেই শিশুরা দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।
বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদা খানম, বালিয়াকান্দি পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুবউদ্দিন সিদ্দিকী, আরডিএর সহ সভাপতি ফারুক উদ্দিন।
জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৬টি দল বিতর্কে অংশগ্রহণ করে।