গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ১০:৪০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
- / 838
জনতার আদালত অনলাইন ॥ অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মনিবুর রহমান ওরফে মনিকে বুধবার রাতে পাংশা শহর থেকে গ্রেফতার করেছে পাংশা থানার পুলিশ। সে রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বয়রাট গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
পাংশা থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, ঢাকার পল্লবী থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় মনিবুরের ১০ বছর কারাদন্ডের আদেশ দেন আদালত। এরপর থেকেই সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাজবাড়ী আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
Tag :