রাজবাড়ীতে লাইফ জ্যাকেট পেল শিশুরা

- প্রকাশের সময় : 09:25:03 pm, Thursday, 7 November 2019
- / 1478 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নদী তীরবর্তী মুন্সী বেলায়েত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ শিক্ষার্থীর মাঝে বৃহস্পতিবার সকালে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে মুন্সী বেলায়েত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান খানের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান প্রমুখ।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, এই বিদ্যালয়টি পদ্মা নদীর পাড়েই অবস্থিত। এখানে মোট ১৬১ জন শিক্ষার্থী রয়েছে। যার ৪০ জন শিক্ষার্থী নদীর ওই পার থেকে প্রতিদিন নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করে। তাদের নিরাপত্তার কথা ভেবে লাইফ জ্যাকেট দেয়া হয়েছে।