নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ॥ রাজবাড়ীতে ৩৮ জেলের বিভিন্ন মেয়াদে দন্ড

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 10:23:47 pm, Wednesday, 16 October 2019
- / 1298 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে বুধবার ৩৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ছয় মণ ইলিশ ও এক লাখ ২২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত রাজবাড়ী সদর, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৩৮ জেলেকে আটক, ২৩৫ কেজি ইলিশ মাছ ও এক লাখ ২২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃত জেলেদের মধ্যে ৩৪ জনকে ১৫ দিনের কারাদন্ড এবং চারজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
Tag :