রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 06:50:48 pm, Monday, 30 September 2019
- / 1549 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর থানার পুলিশ রোববার রাতভর সদর উপজেলা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ সাতজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চি গ্রামের আক্কাছ আলীর ছেলে শওকত শেখ, বড় লক্ষীপুর গ্রামের নিখিল দাসের ছেলে নিতাই দাস, ধুলদী রঘুনাথপুর গ্রামের আতর আলীর ছেলে ইউসুফ আহমদ, শহরের কুলি পট্টি এলাকার মালেক সরদারের ছেলে আনোয়ার, ইমদাদুলের ছেলে রাশেদ, চর লক্ষীপুর গ্রামের কাসেম এবং কালাম শেখ। এদের মধ্যে প্রথম তিনজন আদালতের সাজাপ্রাপ্ত আসামি। বাকীরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতদের সোমবার রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
Tag :