রাজবাড়ীতে তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালি আলোচনা
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:৩৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
- / ১৫২৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রোববার রাজবাড়ীতে র্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, সচেতন নাগরিক কমিটি রাজবাড়ী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা, টিআইবির এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত, সমাজসেবা অধিদপ্তরের উ পরিচালক রুবায়েত ফেরদৌস প্রমুখ।
Tag :