রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি কংকন, সম্পাদক তন্বী
- প্রকাশের সময় : ০৭:৪৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯
- / ১৬৯২ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন শনিবার জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি সাফিয়া খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।
রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলীর সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুফিয়া খান রেখা।
দ্বিতীয় অধিবেশনে সম্মেলনের উদ্বোধক মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি সাফিয়া খাতুন সভাপতি সম্পাদক সহ চারজনের নাম ঘোষণা করেন। সভাপতি তানিয়া সুলতানা কংকন, সহ সভাপতি মেহেদী হাসিনা পারভীন, সাধারণ সম্পাদক সাহিদা চৌধুরী তন্বী এবং যুগ্ম সম্পাদক হাসিনা ইসলাম। আলোচনার প্রেক্ষিতে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।