বালিয়াকান্দিতে অগ্নিকান্ডে ২টি গরুর মৃত্যু ॥ গৃহকর্তা দগ্ধ
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:৩৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯
- / ১৪১০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ছোট ঘিকমলা গ্রামে অগ্নিকান্ডে দুটি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন গৃহকর্তা আক্কাছ হোসেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাতটার দিকে আক্কাছ হোসেনের গোয়ালঘরে আগুন লাগলে আক্কাছ গরু দুটিকে রক্ষা করতে ছুটে গিয়ে দগ্ধ হন। স্থানীয় লোকজন আগুন নেভানোর আগেই গরু দুটি পুড়ে মারা যায়। এছাড়া গোয়ালঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আহত আক্কাছ হোসেনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার ইউসুফ মোল্লা জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকান্ডে দুটি গরু, একটি গোয়াল ঘর ও ঘরে রাখা পেঁয়াজ পুড়ে যায়।
Tag :