দৌলতদিয়ায় আবাসিক বোডিং থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
- প্রকাশের সময় : ০৭:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০১৯
- / ১৩৫৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকার ভাই ভাই আবাসিক বোডিং থেকে বুধবার রাতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ। তবে তিনি গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় শ্রমিক হিসেবে কাজ করেছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি মাঝে মাঝে বিভিন্ন বোডিংয়ে রাত্রি যাপন করতেন। রাজশাহী-পাবনা ভাই ভাই বোডিং এর মালিক আঃ রশিদ ও কর্মচারীরা জানান, ওই ব্যক্তি বুধবার বিকালের দিকে এসে বোডিংয়ে ওঠেন। তার নাম-ঠিকানা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার খারাপ লাগছে, একটি রুম খুলে দিন, একটু বিশ্রাম নিয়ে এসে বলছি।’ এরপর দীর্ঘসময় তার কোন সারা শব্দ না পেয়ে রাত সারে ৭টার দিকে আমরা তাকে ডাকা ডাকি করতে থাকে। পরে বুঝতে পারি তিনি মারা গেছেন। এরপর গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে রাত ৮টার দিকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লোকটির গায়ের রং ফর্সা। মুখে মেহেদী মাখা হলুদ বর্নের চাপ দাড়ী আছে।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম জানান, মৃত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। প্রথমিক ভাবে জানা গেছে, লোকটি দৌলতদিয়া এলাকায় শ্রমিকের কাজ করত এবং যৌনপল্লীতে যাতায়াত ছিল। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।