Dhaka ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা। । রাজবাড়ীর বালু মহাল ইজারা না দেয়ার নির্দেশ দিলেন এমপি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯
  • / ১৫৯২ জন সংবাদটি পড়েছেন


জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালু মহাল আর ইজারা না দেয়ার নির্দেশ দিয়েছেন রাজবাড়ীÑ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বুধবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভায় তিনি এ নির্দেশ দেন। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীকেও ডিও লেটার দেবেন বলে জানিয়েছেন।
সাংসদ কাজী কেরামত আলী বলেন, সদর উপজেলার ধাওয়াপাড়া থেকে গোদারবাজার পর্যন্ত পদ্মা নদী থেকে বালু উত্তোলনের ফলে বেরিবাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। রজস্ব আয় করতে গিয়ে বাঁধের কোনো ক্ষতি করতে দেয়া যাবেনা। এবছর যেন আর বালুমহালের ইজারা দেয়া না হয়। আমি ডিও লেটার রেডি করেছি। খুব শীগগীরই সেটি মন্ত্রীকে দেয়া হবে। তিনি রাজবাড়ীর বড়পুল থেকে পাংশা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করার জন্যও আহ্বান জানান।
সভায় সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ্বাস বলেন, নোটারী পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে বাল্যবিয়ে দেয়া হচ্ছে। এটা বন্ধ করা উচিৎ। এছাড়া পাসপোর্ট অফিসে অনিয়ম প্রচন্ডভাবে বেড়েছে। নির্ধারিত ফি’র চেয়ে বেশি টাকা দিতে হচ্ছে। তা নাহলে মানুষ ভোগান্তি আর হয়রানীর শিকার হচ্ছে।
পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী বলেন, শহরে ইদানিং চুরি বেড়েছে। এর একটাই কারণ শিল্প ও বাণিজ্য মেলা। ওই মেলায় লটারী ও হাউজি খেলে মানুষ নিঃস্ব হয়েছে। যারা লটারী খেলে নিঃস্ব হয়েছে তারাই এখন চুরি করছে। চুরি রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
পুলিশ সুপার মিজানুর রহমান আশ্বাস দিয়ে বলেন, শহরে চুরি রোধে পদক্ষেপ নেয়া হচ্ছে। আশা করি কয়েকদিনের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, অধ্যাপক আক্কাছ আলী, অ্যড. দেবাহুতি চক্রবর্তী, বাংলাদেশ জাসদের জেলা সভাপতি স্বপন কুমার দাস, সাংবাদিক সৌমিত্র শীল প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা। । রাজবাড়ীর বালু মহাল ইজারা না দেয়ার নির্দেশ দিলেন এমপি

প্রকাশের সময় : ০৭:২৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯


জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালু মহাল আর ইজারা না দেয়ার নির্দেশ দিয়েছেন রাজবাড়ীÑ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বুধবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভায় তিনি এ নির্দেশ দেন। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীকেও ডিও লেটার দেবেন বলে জানিয়েছেন।
সাংসদ কাজী কেরামত আলী বলেন, সদর উপজেলার ধাওয়াপাড়া থেকে গোদারবাজার পর্যন্ত পদ্মা নদী থেকে বালু উত্তোলনের ফলে বেরিবাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। রজস্ব আয় করতে গিয়ে বাঁধের কোনো ক্ষতি করতে দেয়া যাবেনা। এবছর যেন আর বালুমহালের ইজারা দেয়া না হয়। আমি ডিও লেটার রেডি করেছি। খুব শীগগীরই সেটি মন্ত্রীকে দেয়া হবে। তিনি রাজবাড়ীর বড়পুল থেকে পাংশা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করার জন্যও আহ্বান জানান।
সভায় সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ্বাস বলেন, নোটারী পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে বাল্যবিয়ে দেয়া হচ্ছে। এটা বন্ধ করা উচিৎ। এছাড়া পাসপোর্ট অফিসে অনিয়ম প্রচন্ডভাবে বেড়েছে। নির্ধারিত ফি’র চেয়ে বেশি টাকা দিতে হচ্ছে। তা নাহলে মানুষ ভোগান্তি আর হয়রানীর শিকার হচ্ছে।
পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী বলেন, শহরে ইদানিং চুরি বেড়েছে। এর একটাই কারণ শিল্প ও বাণিজ্য মেলা। ওই মেলায় লটারী ও হাউজি খেলে মানুষ নিঃস্ব হয়েছে। যারা লটারী খেলে নিঃস্ব হয়েছে তারাই এখন চুরি করছে। চুরি রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
পুলিশ সুপার মিজানুর রহমান আশ্বাস দিয়ে বলেন, শহরে চুরি রোধে পদক্ষেপ নেয়া হচ্ছে। আশা করি কয়েকদিনের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, অধ্যাপক আক্কাছ আলী, অ্যড. দেবাহুতি চক্রবর্তী, বাংলাদেশ জাসদের জেলা সভাপতি স্বপন কুমার দাস, সাংবাদিক সৌমিত্র শীল প্রমুখ।