বালিয়াকান্দি সাব-রেজিষ্ট্রি অফিস সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
- প্রকাশের সময় : ০৯:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯
- / ১৪২৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
শনিবার সকালে নিন্মমানের খোয়া, বালিসহ নির্মাণ সামগ্রী এনে কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান। এসময় স্থানীয় লোকজন কাজ বন্ধ করে দেয়। প্রায় এক ঘন্টা পর শুরু হয় কাজ।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ শুরু করে। ঠিকাদার তার নিজের ইচ্ছামতো কাজ করছে।
এ বিষয়ে ঠিকাদারের কাছে তার নাম ও ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম জানতে চাইলেও তিনি কোন সদোত্তর না দিয়ে শুধু প্রকাশ করে ৩ লক্ষ টাকার কাজ। একাধিকবার জানার চেষ্টা করলেও তিনি কিছু বলেননি। না বলে দ্রুত সটকে পড়েন।
বালিয়াকান্দি উপজেলা সাব-রেজিষ্ট্রার লুৎফুন নাহারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।