রাজবাড়ীতে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদন্ড
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯
- / ১৬৪৬ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীতে মাদক মামলায় শাপলা বেগম (২৮) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন। দন্ডপ্রাপ্ত শাপলা বেগম রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের মধুপুর গ্রামের নীল চাঁদের স্ত্রী।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ মার্চ তারিখে রাজবাড়ী সদর থানার পুলিশ ২৫২ গ্রাম হেরোইনসহ শাপলা বেগমকে গ্রেফতার করে। পরবর্তীতে তার বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করা হয়। আদালতের বিচারক সাক্ষ্য গ্রহণ ও মামলার কাগজপত্র পর্যালোচনা করে উল্লেখিত রায় দেন।
Tag :