রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন দিলশাদ বেগম
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ১১:৫২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯
- / ২১৬৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন দিলশাদ বেগম। রোববার ছিল বিদায়ী জেলা প্রশাসক শওকত আলীর শেষ কর্মদিবস। সোমবার দিলশাদ বেগম আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার গ্রহণ করেন। ইতিপূর্বে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গত ১১ জুন তারিখে সরকারি এক প্রজ্ঞাপনে তাকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। ২০০৩ সালে তিনি বিসিএস ক্যাডার হিসেবে প্রশাসনে যোগদান করেন।
বিদায়ী জেলা প্রশাসক মো. শওকত আলী যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। দুই বছরের অধিককাল তিনি রাজবাড়ী জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। একজন সজ্জন মানুষ হিসেবে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।
Tag :