রাজবাড়ীতে ৬ হাজার পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৯:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯
- / ১৬৩২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার বিসিক শিল্প নগরীর হেলিপোর্ট এলাকা থেকে শনিবার বিকেলে ছয় হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জুয়েল মৃধাকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা হেলিপোর্ট এলাকার হোসেন মৃধার ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মাদক ব্যবসায়ী জুয়েল মাদক কেনাবেচার উদ্দেশ্যে তার নিজ বাড়িতে অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে তিনিসহ অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম ও রেজাউল করিম, ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়েবির, সদর থানার এসআই হিরন বিশ্বাস প্রমুখ অংশ নেন। ওই সময়ই সকলের উপস্থিতিতে মাদক ব্যবসায়ী জুয়েল তার বসত ঘরে থাকা নীল ব্যাগে রক্ষিত ৩০ টি ব্যাগে ৬ হাজার পিছ ইয়াবা বের করে দেয় এবং বিক্রির উদ্দেশ্যে রেখেছে বলে স্বীকার করে।
এ ব্যপারে থানায় মামলা দায়ের হয়েছে। এছারাও জুয়েলের নামে মাদকদ্রব্য আইনে একাধীক মামলা আছে।