Dhaka ১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের দেড়শ বছরের পুরনো ভবন ভাঙার সিদ্ধান্ত স্থগিত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯
  • / ১৫৫৭ জন সংবাদটি পড়েছেন


জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের দেড়শ বছরের পুরনো ভবন নিলামে বিক্রি করে ভাঙার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। শনিবার রাজবাড়ীÑ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর বাসভবনে ঐতিহ্য সংরক্ষণ আন্দোলন, রাজবাড়ীর নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা চলাকালীন সংসদ সদস্য কাজী কেরামত আলী মোবাইল ফোনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষা প্রকৌশলীকে নিলামের বিষয়টি স্থগিত রাখতে নির্দেশ দেন।
সভায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যড. গণেশ নারায়ণ চৌধুরী বলেন, রাজবাড়ীতে ঐতিহ্য বলে এখন কিছুই অবশিষ্ট নেই। ১৯৯২ সালে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে দেড়শ বছরের পুরনো ভবনটি রক্ষার সিদ্ধান্ত হয়েছিল। অবশ্যই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।
সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, বিদ্যালয়টির ১০ তলা ভবন করার জন্য যথেষ্ঠ জায়গা না থাকায় এমন সিদ্ধান্ত হয়েছিল। তবে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও রাজবাড়ীবাসীর দাবির প্রেক্ষিতে আপাততঃ নিলামটি স্থগিত করা হলো। ঈদের পরে জেলা প্রশাসন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং ঐতিহ্য সংরক্ষণ আন্দোলনের নেতৃবৃন্দের সাথে বসে করণীয় ঠিক করা হবে।
সভায় ঐতিহ্য সংরক্ষণ আন্দোলন, রাজবাড়ীর আহ্বায়ক একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক মনসুর উল করিম, বিজ্ঞান চেতনার আহ্বায়ক মহিতুজ্জামান বেলাল, আওয়ামী লীগ নেতা শফিকুল আযম মামুন, সাংবাদিক বাবু মল্লিক, অ্যড. মাহবুব রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ মে তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিদ্যালয় কর্তৃপক্ষকে পুরনো ভবনটি নিলামে বিক্রি করার জন্য চিঠি দেয়। এরপর থেকেই প্রতিবাদে ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের দেড়শ বছরের পুরনো ভবন ভাঙার সিদ্ধান্ত স্থগিত

প্রকাশের সময় : ০৭:৩২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯


জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের দেড়শ বছরের পুরনো ভবন নিলামে বিক্রি করে ভাঙার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। শনিবার রাজবাড়ীÑ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর বাসভবনে ঐতিহ্য সংরক্ষণ আন্দোলন, রাজবাড়ীর নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা চলাকালীন সংসদ সদস্য কাজী কেরামত আলী মোবাইল ফোনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষা প্রকৌশলীকে নিলামের বিষয়টি স্থগিত রাখতে নির্দেশ দেন।
সভায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যড. গণেশ নারায়ণ চৌধুরী বলেন, রাজবাড়ীতে ঐতিহ্য বলে এখন কিছুই অবশিষ্ট নেই। ১৯৯২ সালে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে দেড়শ বছরের পুরনো ভবনটি রক্ষার সিদ্ধান্ত হয়েছিল। অবশ্যই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।
সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, বিদ্যালয়টির ১০ তলা ভবন করার জন্য যথেষ্ঠ জায়গা না থাকায় এমন সিদ্ধান্ত হয়েছিল। তবে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও রাজবাড়ীবাসীর দাবির প্রেক্ষিতে আপাততঃ নিলামটি স্থগিত করা হলো। ঈদের পরে জেলা প্রশাসন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং ঐতিহ্য সংরক্ষণ আন্দোলনের নেতৃবৃন্দের সাথে বসে করণীয় ঠিক করা হবে।
সভায় ঐতিহ্য সংরক্ষণ আন্দোলন, রাজবাড়ীর আহ্বায়ক একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক মনসুর উল করিম, বিজ্ঞান চেতনার আহ্বায়ক মহিতুজ্জামান বেলাল, আওয়ামী লীগ নেতা শফিকুল আযম মামুন, সাংবাদিক বাবু মল্লিক, অ্যড. মাহবুব রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ মে তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিদ্যালয় কর্তৃপক্ষকে পুরনো ভবনটি নিলামে বিক্রি করার জন্য চিঠি দেয়। এরপর থেকেই প্রতিবাদে ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।