রাজবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- প্রকাশের সময় : ০৮:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮
- / ১৭৩০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন॥ “আইন মেনে চলবো-নিরাপদ সড়ক গড়বো” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন, বিআরটিএ রাজবাড়ীর সহকারী পরিচালক মোবারক হোসেন । বক্তারা এ সময় আইন মেনে চালকদের সড়কের গাড়ি চালানো এবং পথচারীদের সতর্ক হয়ে পথ চলার আহব্বান জানান।
বালিয়াকান্দিতে নিরাপদ সড়ক দিবস পালিত
বালিয়াকান্দি প্রতিনিধি জানান, রাজবাড়ীর বালিয়াকান্দিতে “নিজের নিরাপত্তা সর্বাগ্রে” এই প্রতিপাদ্য নিয়ে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
সকালে বাংলাদেশ স্কাউটস বালিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে র্যালী ও মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি ও নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজার সভাপত্বিতে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়ছার, স্কাউটের সম্পাদক অখিল কুমার কুন্ডু, কোষাধক্ষ এসএম জাহাঙ্গীর, লিডার নিমাই চন্দ্র মন্ডল প্রমুখ।