প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা নিয়ে ছুটছেন নুরে আলম সিদ্দিকী হক
- প্রকাশের সময় : ০৭:৩৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮
- / ১৯৩৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা নিয়ে রাজবাড়ী-২ আসনের প্রত্যন্ত অঞ্চলে ছুটে চলেছেন বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।
সুযোগ পেলেই মানুষকে বুকে টেনে নিচ্ছেন। তাদের সুখদুখের কথা শুনছেন। ক্রমশঃ প্রিয় উঠছেন রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী এই নেতা।
শুক্রবার তিনি দিনভর বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন, আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়, হাফেজিয়া মাদ্রাসা পরিদর্শন ও এতিমদের সাথে কুশলাদিবিনিময় এবং অনুদান প্রদান করেছেন
রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী নুরে আলম সিদ্দিকী হক বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি ও জামালপুর ইউনিয়নের বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করা ছাড়াও বিভিন্ন স্থানে মতবিনিময় করেন। ইসলামপুর ইউনিয়নে হাফেজিয়া মাদ্রাসা পরিদর্শন কালে মাদ্রাসার অধ্যায়নরত হাফেজ ও কমিটির সাথে মতবিনিময় করেন এবং মাদ্রাসার উন্নয়নে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এসময় নুরে আলম সিদ্দিকী হক বলেন, আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়। আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। রাজবাড়ী-২ আসনের প্রতিটি ঘরে এ উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে। এ জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে জনমত গড়ে তুলতে হবে।