বালিয়াকান্দিতে মিড ডে মিল কর্মসূচী বাস্তবায়নে টিফিন বক্স ও খাবার বিতরণ
- প্রকাশের সময় : ০৭:৩৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮
- / ১৭১৪ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মিড ডে মিল কর্মসূচী শতভাগ বাস্তবায়নের লক্ষে মঙ্গলবার বিকেলে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও খাবার বিতরণ করা হয়েছে। বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক মো. শওকত আলী।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজার সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তায়েব-উর রহমান আশিক, বালিয়াকান্দি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সরজিৎ কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম বিশ্বাস প্রমুখ।
রাজবাড়ী জেলা প্রশাসক মো. শওকত আলী বলেন, শিক্ষার্থীরা যাতে ক্ষুধার কষ্ট না করে সেজন্য টিফিন বক্স বিতরণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। আমরা শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করছি। তোমরা ভালো ভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে।