কালুখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩
- প্রকাশের সময় : ০৯:৪৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অগাস্ট ২০১৮
- / ১৬৪৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে কালুখালী থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলো কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রিপন মন্ডলের ছেলে নিশান মন্ডল, জাফরপুর গ্রামের খালেক মীরের ছেলে শহীদুল ইসলাম ওরফে শাহেদ ও বহরের কালুখালী গ্রামের মমিন শেখের ছেলে মাসুদ শেখ। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি খেলনা রিভলবার, একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়। এসময় উভয়পক্ষের মধ্যে ছয় রাউন্ড গুলি বিনিময় হয়।
কালুখালী থানার এসআই শহীদুল ইসলাম জানান, একদল দুবর্ৃৃত্ত গৃহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় কালুখালী থানার পুলিশ। ডাকাতদল পুলিশের উপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এসময় তিনি তার সহকর্মীদেরও শর্টগান থেকে গুলি ছোড়ার নির্দেশ দিলে তারা চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে গুলিতে কেউ হতাহত হয়নি। এব্যাপারে কালুখালী থানায় একটি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।