গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে স্বাধীনতা দিবস পালিত

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ১২:৩৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮
- / 428
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদার সাথে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহীদ খুশী রেলওয়ে ময়দানে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক শওকত আলী ও পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে।
এর আগে দিবসের শুরুতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, জেলা আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে।
Tag :