গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় অস্ত্র গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৫১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭
- / 519
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মাছপাড়া বাজার এলাকা থেকে সোমবার রাতে একটি ওয়ানশ্যূটারগান ও এক রাউন্ড কার্তুজসহ জসিম সরদার (৩৩) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পাংশা থানার পুলিশ। সে একই এলাকার আব্দুল সরদারের ছেলে।
পাংশা থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অস্ত্রগুলিসহ হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। পাংশা থানার ওসি মোফাজ্জেল হোসেন জানান, গ্রেফতারকৃত জসিম চরমপন্থী দলের একজন সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।
Tag :