রাজবাড়ীতে গলায় ফাঁস নিয়ে ৫ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৩৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭
- / ১৪৩৯ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোর্দদাদপুর গ্রামে বৃহস্পতিবার সকালে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে তানিয়া সুলতানা নামে এক স্কুলছাত্রী। সে একই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। স্থানীয় খোর্দদাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল সে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, তানিয়া সকালে স্কুলে যাবার জন্য মায়ের কাছে টাকা চায়। তার মা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দুজনের মধ্যে মৃদু বাদানুবাদ হয়। পরে তানিয়া স্কুলে না গিয়ে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
রাজবাড়ী সদর থানার এসআই মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।
Tag :