Dhaka ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজবাড়ী পৌর মেয়রের সংবাদ সম্মেলন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০১৭
  • / ১৪৪৪ জন সংবাদটি পড়েছেন

স্টাফ রিপোর্টার ॥ ইউজিআইআইপি-৩ প্রকল্পের আওতায় রাজবাড়ী পৌরসভায় বাস্তবায়নাধীন উন্নয়নমূলক কাজ সম্পর্কে জাতীয় ও স্থানীয় পত্রিকায় ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাজবাড়ী পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়র মহম্মদ আলী চৌধুরী বলেন, গত ২৫ জুন তারিখে সাংবাদিক সম্মেলনের উদ্ধৃতি দিয়ে ‘রাজবাড়ী পৌরসভার ১০ কোটি টাকার উন্নয়ন কাজ, বাধা দিচ্ছেন মেয়র’ শিরোনামে স্থানীয় ও জাতীয় দৈনিকে যে সংবাদ প্রকাশ হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন।
বস্তুতঃ ইউজিআইআইপি প্রকল্পের আওতায় কাজটি বাস্তবায়নের জন্য অনলাইন টেন্ডারের মাধ্যমে ঢাকার এমএই এন্ড ডিসিএল নামক প্রতিষ্ঠান নির্বাচিত হয়। গত ৯ এপ্রিল  তারিখে প্রতিষ্ঠানটির সাথে পৌরসভার চুক্তি সম্পাদন হয়। চুক্তির শর্তানুযায়ী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি, কর্ম পরিকল্পনা ও ইন্সুরেন্সের পলিসি পেপার দাখিল ও অনুমোদন সাপেক্ষে কাজ শুরু করার কথা ছিল। ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু না করায় একাধিকবার তাগিদ দেয়া হয়। কিন্তু প্রতিষ্ঠানটি চুত্তির শর্তানুযায়ী কাজ শুরু না করে, জনবল ও ইন্সুরেন্সের পলিসি পেপার দাখিল না করে চুক্তি বহির্ভূতভাবে গত ১৮ জুন তারিখ বেলা ১১টার দিকে পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম এর নামে জেনারেল পাওয়ার অব অ্যটর্নি ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্যাডে একটি পত্র দিয়ে ৪০/৫০ জন ভাড়াটিয়া লোকজনের মাধ্যমে পৌরসভায় প্রেরণ করে। তারা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে আমার উপর চাপ প্রয়োগ এবং অসৌজন্যমূলক আচরণ করে। অথচ প্রকৃত ঘটনাকে পাশ কাটিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। যা দুঃখজনক।
পৌরসভার অন্যান্য কর্মকর্তা, কর্মচারী এবং কাউন্সিলরবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজবাড়ী পৌর মেয়রের সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৬:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০১৭

স্টাফ রিপোর্টার ॥ ইউজিআইআইপি-৩ প্রকল্পের আওতায় রাজবাড়ী পৌরসভায় বাস্তবায়নাধীন উন্নয়নমূলক কাজ সম্পর্কে জাতীয় ও স্থানীয় পত্রিকায় ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাজবাড়ী পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়র মহম্মদ আলী চৌধুরী বলেন, গত ২৫ জুন তারিখে সাংবাদিক সম্মেলনের উদ্ধৃতি দিয়ে ‘রাজবাড়ী পৌরসভার ১০ কোটি টাকার উন্নয়ন কাজ, বাধা দিচ্ছেন মেয়র’ শিরোনামে স্থানীয় ও জাতীয় দৈনিকে যে সংবাদ প্রকাশ হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন।
বস্তুতঃ ইউজিআইআইপি প্রকল্পের আওতায় কাজটি বাস্তবায়নের জন্য অনলাইন টেন্ডারের মাধ্যমে ঢাকার এমএই এন্ড ডিসিএল নামক প্রতিষ্ঠান নির্বাচিত হয়। গত ৯ এপ্রিল  তারিখে প্রতিষ্ঠানটির সাথে পৌরসভার চুক্তি সম্পাদন হয়। চুক্তির শর্তানুযায়ী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি, কর্ম পরিকল্পনা ও ইন্সুরেন্সের পলিসি পেপার দাখিল ও অনুমোদন সাপেক্ষে কাজ শুরু করার কথা ছিল। ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু না করায় একাধিকবার তাগিদ দেয়া হয়। কিন্তু প্রতিষ্ঠানটি চুত্তির শর্তানুযায়ী কাজ শুরু না করে, জনবল ও ইন্সুরেন্সের পলিসি পেপার দাখিল না করে চুক্তি বহির্ভূতভাবে গত ১৮ জুন তারিখ বেলা ১১টার দিকে পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম এর নামে জেনারেল পাওয়ার অব অ্যটর্নি ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্যাডে একটি পত্র দিয়ে ৪০/৫০ জন ভাড়াটিয়া লোকজনের মাধ্যমে পৌরসভায় প্রেরণ করে। তারা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে আমার উপর চাপ প্রয়োগ এবং অসৌজন্যমূলক আচরণ করে। অথচ প্রকৃত ঘটনাকে পাশ কাটিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। যা দুঃখজনক।
পৌরসভার অন্যান্য কর্মকর্তা, কর্মচারী এবং কাউন্সিলরবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।