রাজবাড়ীতে ঈদুল ফিতর পালিত

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 08:00:49 pm, Wednesday, 28 June 2017
- / 1225 জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে।
সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান নামাজ অনুষ্ঠিত হয় রাজবাড়ীর রেলওয়ে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। রাজবাড়ীÑ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মো. শওকত আলী, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন। পুরুষদের পাশাপাশি নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয় এখানে।
এছাড়া জেলার অন্যান্য মসজিদ ও ঈদগাহ ময়দানে পৃথক পৃথক সময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব নিরাপদে ও নির্বিঘেœ পালনের জন্য নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
Tag :