Dhaka ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুকে মন্ত্রীদের নিয়ে অশোভন মন্তব্য করার অভিযোগে রাজবাড়ীতে ১ ব্যক্তির বিরুদ্ধে মামলা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০১৭
  • / ১৫৭১ জন সংবাদটি পড়েছেন

স্টাফ রিপোর্টার ॥ ফেসবুকে মন্ত্রীদের নিয়ে অশোভন মন্তব্য করার অভিযোগে সামসুল আরেফিন চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফকীর আব্দুল জব্বার। গতকাল মঙ্গলবার দুপুরে রাজবাড়ী এক নম্বর আমলী আদালতে তিনি মামলাটি  দায়ের করেন। বিবাদী সামসুল আরেফিন চৌধুরী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের বাসিন্দা। তাঁর পৈতৃক নিবাস পাবনার আমিনপুর থানার মাসুন্দিয়া গ্রামে।
মামলায় বাদী অভিযোগ করেছেন, গত ১ জুন সামসুল আরেফিন চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর নিজের আইডিতে একটি ব্যানার পোস্ট করেন। তাতে লেখা থাকে ‘কোন মন্ত্রীর নাম শুনলে তার মুখে থুথু দিতে মন চায়?’ সেখানে বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রীর নামে অশোভন মন্তব্য করা হয়। বিষয়টি অবহিত হওয়ার পর ফকীর আব্দুল জব্বার রাজবাড়ী আইনজীবি সমিতির সভাপতি গণেশ নারায়ন চৌধুরী’র মাধ্যমে ফেসবুকে উকিল নোটিশ দেন। এতে তিনদিনের মধ্যে এরূপ মন্তব্য করার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। কিন্তু আসামী নোটিশের জবার বা ব্যাখ্যা দেননি। পরবর্তীতে রাজবাড়ী এক নম্বর আমলী আদালতে মামলা দায়ের করা হয়।
মামলার বাদী ফকীর আবদুল জব্বার বলেন, ছাত্রজীবন থেকে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ওই পোস্ট দেখার পর আমি প্রচন্ডভাবে ব্যথিত ও মর্মাহত হয়েছি। একারণে অশোভন মন্তব্য করার আসামীর শাস্তির দাবিতে মামলা দায়ের করেছি।
বাদীপক্ষের আইনজীবি মোস্তফা কবীর বলেন, আদালত বিষয়টি তদন্ত করার জন্য রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। ৯ জুলাই মামলার পরবর্তী শুনানীর তারিখ নির্ধারণ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফেসবুকে মন্ত্রীদের নিয়ে অশোভন মন্তব্য করার অভিযোগে রাজবাড়ীতে ১ ব্যক্তির বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ০৮:৫৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০১৭

স্টাফ রিপোর্টার ॥ ফেসবুকে মন্ত্রীদের নিয়ে অশোভন মন্তব্য করার অভিযোগে সামসুল আরেফিন চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফকীর আব্দুল জব্বার। গতকাল মঙ্গলবার দুপুরে রাজবাড়ী এক নম্বর আমলী আদালতে তিনি মামলাটি  দায়ের করেন। বিবাদী সামসুল আরেফিন চৌধুরী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের বাসিন্দা। তাঁর পৈতৃক নিবাস পাবনার আমিনপুর থানার মাসুন্দিয়া গ্রামে।
মামলায় বাদী অভিযোগ করেছেন, গত ১ জুন সামসুল আরেফিন চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর নিজের আইডিতে একটি ব্যানার পোস্ট করেন। তাতে লেখা থাকে ‘কোন মন্ত্রীর নাম শুনলে তার মুখে থুথু দিতে মন চায়?’ সেখানে বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রীর নামে অশোভন মন্তব্য করা হয়। বিষয়টি অবহিত হওয়ার পর ফকীর আব্দুল জব্বার রাজবাড়ী আইনজীবি সমিতির সভাপতি গণেশ নারায়ন চৌধুরী’র মাধ্যমে ফেসবুকে উকিল নোটিশ দেন। এতে তিনদিনের মধ্যে এরূপ মন্তব্য করার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। কিন্তু আসামী নোটিশের জবার বা ব্যাখ্যা দেননি। পরবর্তীতে রাজবাড়ী এক নম্বর আমলী আদালতে মামলা দায়ের করা হয়।
মামলার বাদী ফকীর আবদুল জব্বার বলেন, ছাত্রজীবন থেকে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ওই পোস্ট দেখার পর আমি প্রচন্ডভাবে ব্যথিত ও মর্মাহত হয়েছি। একারণে অশোভন মন্তব্য করার আসামীর শাস্তির দাবিতে মামলা দায়ের করেছি।
বাদীপক্ষের আইনজীবি মোস্তফা কবীর বলেন, আদালত বিষয়টি তদন্ত করার জন্য রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। ৯ জুলাই মামলার পরবর্তী শুনানীর তারিখ নির্ধারণ করা হয়েছে।