গোয়ালন্দে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার
- প্রকাশের সময় : ০৭:৪৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
- / ১৪৭২ জন সংবাদটি পড়েছেন
গোয়ালন্দ প্রতিনিধি ॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অন্তারমোড় গ্রামের আমজাদের ভিটা এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে করম আলী ওরফে কদম (৪২) নামে এক চরমপন্থী সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশীয় বন্দুক, একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত করম আলী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তেনাপচা এলাকার কোব্বাত আলীর ছেলে।
গোয়ালন্দ ঘাট থানাসূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে গোয়ালন্দ উপজেলার অন্তার মোড় এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের সদস্যরা। এ সময় স্থানীয় আমজাদের ভিটা এলাকায় গেলে চরমপন্থী সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থলে করম আলী ওরফে কদমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। আহতাবস্থায় তাকে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ জানান, কদম আলীর বিরুদ্ধে হত্যা ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে। নিহতের লাশের ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।