Dhaka ০৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব ব্যাংকের দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে রাজবাড়ীতে জাসদের জনসভায় মইনুদ্দিন খান বাদল

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০২:০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭
  • / ১৬৪০ জন সংবাদটি পড়েছেন

স্টাফ রিপোর্টার ॥ জাসদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বাদল বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে চলেছেন। তার সুফলও তিনি পাচ্ছেন। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। পদ্মা সেতুর বিষয়ে দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি বিশ^ ব্যাংককে চ্যালেঞ্জ করেছিলেন। দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। জয় হয়েছে শেখ হাসিনার, জয় হয়েছে বাংলাদেশের।’ শুক্রবার সন্ধ্যায় স্থানীয় রেলগেট চত্ত্বরে রাজবাড়ী জেলা জাসদের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ অন্ধকার পথ পেরিয়ে এখন আলোর পথে হাঁটছে। এর মাঝেও কিছু সমস্যা আছে। যেগুলি আমাদের দূর করতে হবে। যারা স্বাধীনতার শত্রু, মানবতার শত্রু তারা জনগণকে ভুল বোঝাতে চেষ্টা করবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেসব মোকাবেলা করতে হবে। ১৪ দলের যারা নতুন প্রজন্ম আছেন তারা যেন শক্তি আর পেশির প্রদর্শন না করে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করে। হালুয়া রুটির চিন্তা করে, টেন্ডারবাজি করে জনগণের কাছে যাওয়া যায়না।
সভায় প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, অন্ততঃ তিনটি কারণে জিয়াউর রহমানকে কখনই ক্ষমা করা উচিত নয়। তিনি বঙ্গবন্ধুর খুনীদের পুরষ্কৃত করেছিলেন। কর্ণেল তাহেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিলেন। স্বাধীনতা বিরোধীদের সাথে আঁতাগত করে ক্ষমতায় বসেছিলেন।
জেলা জাসদের আহ্বায়ন স্বপন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফকীর আব্দুল জব্বার, জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মোস্তাক হোসেন, সহ সভাপতি এটিএম মহব্বত আলী, যুগ্ম সম্পাদক করিম শিকদার, রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতিশংকর ঝন্টু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্ব ব্যাংকের দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে রাজবাড়ীতে জাসদের জনসভায় মইনুদ্দিন খান বাদল

প্রকাশের সময় : ০২:০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭

স্টাফ রিপোর্টার ॥ জাসদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বাদল বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে চলেছেন। তার সুফলও তিনি পাচ্ছেন। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। পদ্মা সেতুর বিষয়ে দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি বিশ^ ব্যাংককে চ্যালেঞ্জ করেছিলেন। দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। জয় হয়েছে শেখ হাসিনার, জয় হয়েছে বাংলাদেশের।’ শুক্রবার সন্ধ্যায় স্থানীয় রেলগেট চত্ত্বরে রাজবাড়ী জেলা জাসদের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ অন্ধকার পথ পেরিয়ে এখন আলোর পথে হাঁটছে। এর মাঝেও কিছু সমস্যা আছে। যেগুলি আমাদের দূর করতে হবে। যারা স্বাধীনতার শত্রু, মানবতার শত্রু তারা জনগণকে ভুল বোঝাতে চেষ্টা করবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেসব মোকাবেলা করতে হবে। ১৪ দলের যারা নতুন প্রজন্ম আছেন তারা যেন শক্তি আর পেশির প্রদর্শন না করে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করে। হালুয়া রুটির চিন্তা করে, টেন্ডারবাজি করে জনগণের কাছে যাওয়া যায়না।
সভায় প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, অন্ততঃ তিনটি কারণে জিয়াউর রহমানকে কখনই ক্ষমা করা উচিত নয়। তিনি বঙ্গবন্ধুর খুনীদের পুরষ্কৃত করেছিলেন। কর্ণেল তাহেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিলেন। স্বাধীনতা বিরোধীদের সাথে আঁতাগত করে ক্ষমতায় বসেছিলেন।
জেলা জাসদের আহ্বায়ন স্বপন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফকীর আব্দুল জব্বার, জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মোস্তাক হোসেন, সহ সভাপতি এটিএম মহব্বত আলী, যুগ্ম সম্পাদক করিম শিকদার, রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতিশংকর ঝন্টু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।