রাজবাড়ীতে মা সমাবেশ
- প্রকাশের সময় : ০৭:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭
- / ১৬৭৬ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি রাজবাড়ী জেলা শাখার সহযোগিতায় আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার।
সচেতন নাগরিক কমিটির সদস্য অধ্যক্ষ কেরামত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. এমএ খালেক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমীরুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার, আলমগীর হোসেন, টিআইবির প্রোগ্রাম ম্যানেজার আতিকুর রহমান, এরিয়া ম্যানেজার আবু তাহের, সনাক সহ সভাপতি অ্যড. নাজমা সুলতানা, মিজবাহ উল করিম রিন্টু, জেমস হালদার, ইউপি চেয়ারম্যান হাফেজ লোকমান হোসেন, নুরুল ইসলাম প্রমুখ।
মা সমাবেশে উপস্থিত নিলা বেগম বিদ্যালয়ে একটি প্রাচীর নির্মাণের দাবি জানান। যাতে ছেলেমেয়েরা বাইরে যেতে না পারে। আছিয়া খাতুন দাবি জানিয়েছেন একটি শহীদ মিনারের। শিল্পী আক্তার বললেন, ছেলেমেয়েরা গরমে খুব কষ্ট পায়। শ্রেণি কক্ষগুলোতে যদি ফ্যানের ব্যবস্থা করা হতো । তাহলে ভালো হতো। উপস্থিত অতিথিবৃন্দ মায়েদের দাবিগুলো রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন।