রাজবাড়ীতে ৫ কেজি গাঁজা ও ১৪০ লিটার রেক্টিফাইড স্পিরিট উদ্ধার ॥ নারীসহ গ্রেফতার ৬

- প্রকাশের সময় : 07:55:17 pm, Thursday, 9 February 2017
- / 1346 জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ী সদর থানা ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক দুটি অভিযান চালিয়ে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর থেকে পাঁচ কেজি গাঁজা ও শহরের বিনোদপুর থেকে ১৪০ লিটার রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করেছে। এসময় নারীসহ গ্রেফতার করা হয় ছয় জনকে।
রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আধদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আমীরুজ্জামান জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে রাজবাড়ী পৌর এলাকার বিনোদপুর গ্রাম থেকে অসিত দাস ভোলার নিজ বাড়ি থেকে একশ লিটার এবং লক্ষীকোল গ্রামের শহীদুল ইসলামের বাড়ি থেকে ৪০ লিটার রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। এসময় দুজনকেই আটক করা হয়। এরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ রেক্টিফাইড স্পিরিট দিয়ে নকল মদ তৈরি করে দৌলতদিয়া পতিতালয় সহ বিভিন্ন জায়গায় বিক্রি করতো। এসব মদ খেলে মানুষের কিডনী বিকলসহ জটিল রোগে আক্রান্ত এমনকি মৃত্যুও হতে পারে। তাদেরকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা হয়েছে।
অপরদিকে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর থেকে পাঁচ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয় ছয় জনকে। গ্রেফতারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার বাণিয়ারী গ্রামের আবু তালেবের ছেলে আব্দুল হালিম, স্ত্রী মমতাজ বেগম, ফরিদপুরের মধুখালী উপজেলার রুহুল শেখের ছেলে হাফিজুর রহমান ও শ্রীনগর গ্রামের মো. জিল্লু। তাদেরকে আদালতে চালান করা হয়েছে।