Dhaka ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / ১৫৪৩ জন সংবাদটি পড়েছেন

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার ॥ দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার প্রতিবাদে ও অভিযুক্ত পৌর মেয়র ঘাতক মিরুকে গ্রেফতারের দাবিতে রোববার বিকেলে সুহৃদ সমাবেশ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৪টায় রাজবাড়ী  প্রেসক্লাব চত্ত্বরে এক ঘণ্টা কাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশে সুহৃদ সমাবেশের সভাপতি মুনীরুল হক মুনীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক, বিজ্ঞান চেতনার আহ্বায়ক মহিতুজ্জামান বেলাল, আরডিএ’র সভাপতি মিজবাহ উল করিম রিন্টু, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, চ্যানেল টুয়েন্টি ফোরের প্রতিনিধি সুমন বিশ^াস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক সমকালের রাজবাড়ী জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন। বক্তারা অবিলম্বে মিরুকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন কর্মসূচীতে বিটিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ সানাউল্লাহ, সময় টিভির জেলা প্রতিনিধি করিম ইসহাকসহ নানান শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
গোয়ালন্দ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের শাহজাদপুরে সংবাদিক আব্দুল হাকিম শিমুলহত্যার প্রতিবাদ ও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শনিবার রাজবাড়ীর গোয়ালন্দে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সংবাদকর্মীরা। গোয়ালন্দ পৌরশহরের প্রধান সড়কের প্রেসক্লাব মোড় এলাকায় দুপুর ১২টা থেকে এক ঘন্টার এ কর্মসূচী পালিত হয়। গোয়ালন্দ প্রেসক্লাব আয়োজিত ওই মানববন্ধনে একজ, সংস্কৃতি অঙ্গন, আহ্বান, শূণ্য এসোসিয়েশনসহ এলাকার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা একাত্মতা ঘোষণা করেন। বক্তব্য রাখেন গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি গণেশ পাল, সাধারণ সম্পাদক আজু শিকদার, শিক্ষক রমেশ কুমার আগরওয়ালা, স্থানীয় সামাজিক সংগঠন একজ’র কর্মী জাবীর আল নাহিয়ান প্রমূখ। এসময় বক্তারা সিরাজগঞ্জের শাহজাদপুরে পেশাগত দায়িত্বপালনকালে সংবাদিক আব্দুল হাকিম শিমুলহত্যার প্রতিবাদ ও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রকাশের সময় : ০৭:৪৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার ॥ দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার প্রতিবাদে ও অভিযুক্ত পৌর মেয়র ঘাতক মিরুকে গ্রেফতারের দাবিতে রোববার বিকেলে সুহৃদ সমাবেশ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৪টায় রাজবাড়ী  প্রেসক্লাব চত্ত্বরে এক ঘণ্টা কাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশে সুহৃদ সমাবেশের সভাপতি মুনীরুল হক মুনীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক, বিজ্ঞান চেতনার আহ্বায়ক মহিতুজ্জামান বেলাল, আরডিএ’র সভাপতি মিজবাহ উল করিম রিন্টু, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, চ্যানেল টুয়েন্টি ফোরের প্রতিনিধি সুমন বিশ^াস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক সমকালের রাজবাড়ী জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন। বক্তারা অবিলম্বে মিরুকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন কর্মসূচীতে বিটিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ সানাউল্লাহ, সময় টিভির জেলা প্রতিনিধি করিম ইসহাকসহ নানান শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
গোয়ালন্দ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের শাহজাদপুরে সংবাদিক আব্দুল হাকিম শিমুলহত্যার প্রতিবাদ ও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শনিবার রাজবাড়ীর গোয়ালন্দে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সংবাদকর্মীরা। গোয়ালন্দ পৌরশহরের প্রধান সড়কের প্রেসক্লাব মোড় এলাকায় দুপুর ১২টা থেকে এক ঘন্টার এ কর্মসূচী পালিত হয়। গোয়ালন্দ প্রেসক্লাব আয়োজিত ওই মানববন্ধনে একজ, সংস্কৃতি অঙ্গন, আহ্বান, শূণ্য এসোসিয়েশনসহ এলাকার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা একাত্মতা ঘোষণা করেন। বক্তব্য রাখেন গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি গণেশ পাল, সাধারণ সম্পাদক আজু শিকদার, শিক্ষক রমেশ কুমার আগরওয়ালা, স্থানীয় সামাজিক সংগঠন একজ’র কর্মী জাবীর আল নাহিয়ান প্রমূখ। এসময় বক্তারা সিরাজগঞ্জের শাহজাদপুরে পেশাগত দায়িত্বপালনকালে সংবাদিক আব্দুল হাকিম শিমুলহত্যার প্রতিবাদ ও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।