এখনো রহস্যে ঘেরা শাবনূর
- প্রকাশের সময় : ১২:০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / 33
ঢাকাই চলচ্চিত্রে সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম একজন হলেন শাবনূর। আর এ নায়িকা তাঁর অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত নানা রহস্যের জন্ম দিয়ে চলেছেন। ১৯৯৩ সালে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এহতেশামের হাত ধরে ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে চিত্রজগতে অভিষেক ঘটে শাবনূরের। তাঁর অভিনয় ক্যরিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত অনবরত রহস্যঘেরা, বলছেন খোদ চলচ্চিত্রের মানুষরা। তাঁর জীবনে বার বার গজিয়ে ওঠা রহস্যের মধ্যে রয়েছে নায়ক সাব্বির ও সালমান শাহর সঙ্গে গোপন প্রেম, সালমানের হত্যাকাণ্ডে তাঁকে যুক্ত করা, গোপনে সহনায়ক অনীককে বিয়ে করা, হঠাৎ চলচ্চিত্র ছেড়ে অস্ট্রেলিয়ায় থিতু হওয়া, এক চীনা নাগরিক মাইকেল চ্যাংয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন, অস্ট্রেলিয়ায় গিয়ে গোপনে সন্তান জন্মদান, হঠাৎ স্বামী অনীককে ডিভোর্স দেওয়া, সবশেষ গত বছর আবার চলচ্চিত্রে ফিরে এসে একটি ছবির কাজ অর্ধেক করে ফের অস্ট্রেলিয়া ফিরে গিয়ে গত ৯ মাস ধরে ফিরে না আসা প্রভৃতি।
দীর্ঘ বিরতির পর গত বছরের প্রথমদিকে অভিনয়ে ফিরেছিলেন শাবনূর। ‘রঙ্গনা’ নামের সিনেমা দিয়ে ছিল তাঁর এ কামব্যাক। সিনেমাটির দৃশ্যধারণ অর্ধেকের বেশি শেষ হয়েছে। গত বছর এপ্রিলে ‘রঙ্গনা’র দৃশ্যধারণ শুরু হয় পুরান ঢাকা, পুবাইল, টঙ্গী, উত্তরা ও ঢাকার বিভিন্ন জায়গায়। এরপর মে মাসে সিনেমার শুটিং শেষ না করেই হঠাৎ আবার সিডনিতে চলে যান শাবনূর। এরপর কেটে গেছে নয় মাসেরও বেশি সময়। তিনি আর ফেরেন না। ছবিটির নির্মাণ কাজও তাঁর কারণে ঝুলে আছে। এ ছবির পরিচালক আরাফাত হোসাইন জানান, সিনেমাটির দৃশ্যধারণ অর্ধেকের বেশি শেষ হয়েছে। ‘রঙ্গনা’র বাকি অংশের শুটিং হওয়ার কথা ছিল গত বছরের ৮ আগস্ট থেকে। দেশের চলমান পরিস্থিতির কারণে ওই সময় দেশে ফিরতে পারেননি অভিনেত্রী। এরপর ‘রঙ্গনা’র দ্বিতীয় ধাপের শুটিং ডিসেম্বরে শুরু করার কথাও বলেছিলেন নির্মাতা আরাফাত। তাও হয়নি শাবনূর দেশে না আসার কারণে। শাবনূর এ ব্যাপারে বারবার বলছেন, তিনি ফিরবেন এবং এ ছবির কাজ শেষ করবেন। কিন্তু আসি আসি বলে তাঁর আর আসার নাম নেই। এর মধ্যে গুজব রটেছে, সম্মানির কারণে নতুন করে শিডিউল দিচ্ছেন না শাবনূর। তবে পরিচালক এ গুঞ্জন উড়িয়ে দিলেন। বিষয়টি নিয়ে বিরক্তির সুরে তিনি বলেন, ‘কেউ কেউ বলার চেষ্টা করছেন, রঙ্গনার শুটিং আর হচ্ছে না। এটা পুরোপুরি অবাস্তব কথা। কেন জানি না, অনেকে নেতিবাচক আচরণ করছেন আমাদের সিনেমাটি নিয়ে। সামাজিকমাধ্যমে আজেবাজে মন্তব্য ছড়াচ্ছেন। ভুল তথ্য দিচ্ছেন। সবার কাছে একটাই অনুরোধ- গুজবে কান দেবেন না। নতুন পরিকল্পনা অনুযায়ী অবশ্যই আমাদের শুটিং হবে।’ আবার কবে হবে শুটিং জানতে চাইলে নির্মাতা বলেন, সেটি অনিশ্চিত। আরাফাত বলেন, ‘যখন শাবনূর আপা দেশে আসবেন তখনই শুটিং হবে। তবে শাবনূর আসার সেই সময়টি এখনই প্রকাশ করতে চাই না আমি। কারণ শুটিং শিডিউল প্রকাশ হলে আবার নতুন করে যড়যন্ত্র শুরু হবে।’ কিন্তু কী সেই ষড়যন্ত্র, কেনইবা শাবনূরকে ঘিরে ষড়যন্ত্র হবে, এ বিষয়ে নির্মাতা খোলাসা করে কিছু জানাতে পারেননি। শাবনূরও এ ব্যাপারে চুপ হয়েই আছেন। সম্প্রতি শাবনূর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন। এতে বেশ মুটিয়ে যাওয়া এ নায়িকাকে দেখে নেটিজেনরা তাঁকে নিয়ে নানা বাজে মন্তব্য মানে কটাক্ষ করেন। তারা বলেন, এই স্বাস্থ্য ও চেহারা নিয়ে তিনি আবার কীভাবে নায়িকা হবেন। নেটিজেনদের এমন কথায় বেশ বিরক্ত হয়েছেন শাবনূর। তাই অনেকের ধারণা, ষড়যন্ত্রের কিছু নেই, শরীরের মেদ ঝরাতেই শাবনূর ব্যস্ত এখন। কারণ তাঁর বর্তমান লুকে তাঁকে আসলেই কেউ নায়িকা হিসেবে গ্রহণ করবেন না। এদিকে তাঁর ভক্ত- অনুরাগীরা বলছেন, নিজের ফিটনেস ফেরানোর কথা শাবনূর সবাইকে জানালেই পারেন। তাহলে দর্শক-নির্মাতার মনে আর কোনো ধোঁয়াশা তৈরি হওয়ার কথা নয়। কিন্তু বরাবরই সব বিষয়ে শাবনূরের নীরবতাই তাঁকে ঘিরে নানা রহস্যের জন্ম দিয়ে আসছে। তাঁর ভক্তদের শাবনূরের প্রতি পরামর্শ হলো- ‘অন্তত এখন সব বিষয় পরিষ্কার করে রহস্য থেকে মুক্ত হতে পারেন শাবনূর।’
সূত্র: বাংলাদেশ প্রতিদিন