Dhaka ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক উপজেলা চেয়ারম্যান সাধনের জামিন নামঞ্জুর

স্টাফ রিপোটার
  • প্রকাশের সময় : ০৬:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৪৫ জন সংবাদটি পড়েছেন

ছাত্রদল নেতা অপহরণের পর নির্যাতন ও হত্যাচেষ্টা মামলায় বালিয়াকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান এহসানুল হাকিম সাধনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গত সোমবার সকালে তাকে থানা থেকে আদালতে পাঠালে রাজবাড়ীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এহসানুল হাকিম সাধন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের চাচাতো ভাই।

জানা গেছে, গত রোববার র‌্যাব-১০ এর একটি টিম ফরিদপুর শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে বালিয়াকান্দি থানা পুলিশে হস্তান্তর করা হয়। র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, তুহিনুর রহমানের দায়ের করা মামলায় তিন নম্বর আসামি ছিলেন এহসানুল হাকিম সাধন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ২টার দিকে ফরিদপুর সদর উপজেলার পেয়ারপুর এলাকা থেকে এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক তুহিনুর রহমানকে অপহরণের পর নির্যাতন করে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে গত ২৫ আগস্ট রাজবাড়ীর বালিয়াকান্দি আমলি আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মৌসুমী সাহা মামলাটি আমলে নিয়ে বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। মামলায় রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, তার ছেলে আশিক মাহমুদ মিতুল হাকিম ও চাচাতো ভাই এহসানুল হাকিম সাধনসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক উপজেলা চেয়ারম্যান সাধনের জামিন নামঞ্জুর

প্রকাশের সময় : ০৬:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

ছাত্রদল নেতা অপহরণের পর নির্যাতন ও হত্যাচেষ্টা মামলায় বালিয়াকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান এহসানুল হাকিম সাধনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গত সোমবার সকালে তাকে থানা থেকে আদালতে পাঠালে রাজবাড়ীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এহসানুল হাকিম সাধন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের চাচাতো ভাই।

জানা গেছে, গত রোববার র‌্যাব-১০ এর একটি টিম ফরিদপুর শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে বালিয়াকান্দি থানা পুলিশে হস্তান্তর করা হয়। র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, তুহিনুর রহমানের দায়ের করা মামলায় তিন নম্বর আসামি ছিলেন এহসানুল হাকিম সাধন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ২টার দিকে ফরিদপুর সদর উপজেলার পেয়ারপুর এলাকা থেকে এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক তুহিনুর রহমানকে অপহরণের পর নির্যাতন করে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে গত ২৫ আগস্ট রাজবাড়ীর বালিয়াকান্দি আমলি আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মৌসুমী সাহা মামলাটি আমলে নিয়ে বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। মামলায় রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, তার ছেলে আশিক মাহমুদ মিতুল হাকিম ও চাচাতো ভাই এহসানুল হাকিম সাধনসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।