গোয়ালন্দে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
- প্রকাশের সময় : ০৮:১৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / 206
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চরমৌকুড়ি গ্রামে খলিল শেখ (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের বাসিন্দা।
নিহতের পারিবারিক সূত্র জানায়, খলিল শেখ নিয়মিত নামাজ পড়তেন। রোববার রাতে এশার নামাজ পড়তে বাড়ির অনতিদূরে মসজিদে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। রাত ৯টার দিকে স্থানীয় এক কিশোর ওই মসজিদ থেকে ফেরার সময় বাড়ির পাশে একটি কলাবাগানে খলিল শেখকে শুয়ে থাকতে দেখেন। সে মোবাইলের টর্চ জ¦ালিয়ে দেখে খলিল শেখকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে লোকজনকে জানায়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। তার ঘাড়ে ধারালো অস্ত্রের কোপের আঘাত রয়েছে। কারা কেন তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। একই সাথে দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।