গণপরিবহন শ্রমিকদের টিকার আওতায় আনতে বিশেষ সভা
- প্রকাশের সময় : ০৭:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / 297
জনতার আদালত অনলাইন ॥ করোনার সংক্রমণ আবারও বাড়তে থাকায় রাজবাড়ী জেলার বিভিন্ন গণপরিবহনের চালক, সুপারভাইজার, কন্ডাক্টর, হেলপারদের টিকাকরণের আওতায় আনার লক্ষে মঙ্গলবার বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম হোসেন টিটন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, রাজবাড়ী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক গোলাম মো. আজম প্রমুখ। এসময় পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা গণপরিবহন শ্রমিক ও মালিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান করেন।
রাজবাড়ী জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত দুদিনে জেলায় করোনা সংক্রমণের হার প্রায় ২০ শতাংশ। মঙ্গলবার ৫৫টি নমুনা পরীক্ষায় নয়জন পজিটিভ হয়েছে। সোমবার ৩২ জনের পরীক্ষা করে পজিটিভ পাওয়া যায় ছয়জনের। একারণে টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যাবিধি মেনে চলার উপর গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এদিকে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে দুপুরে রাজবাড়ী মুরগীর ফার্ম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় কয়েকটি বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় ভ্রাম্যমাণ আদাললতের মাধ্যমে একশ টাকা করে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান আদালত পরিচালনা করেন।