পাংশার চরে বিষধর রাসেল ভাইপার
- প্রকাশের সময় : ০৬:৩০:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৩৫১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদীর চরে দুটো বিষধর রাসেল ভাইপার সাপ পিটিয়ে মেরে ফেলা হয়েছে। শনিবার বিকেলের দিকে ঘটে এ ঘটনা। চার ফুট দৈর্ঘ্যরে সাপ দুটির দেহে ছোপ ছোপ দাগ। কিছুটা অজগরের মত দেখতে। ঘটনার পর থেকে এলাকায় সাপ আতংক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা সুজন শেখ জানান, তিনি আখ ক্ষেতে মাড়াইয়ের কাজ করছিলেন। এসময় দুই কিশোর সাপ সাপ বলে চিৎকার দেয়। তিনি এগিয়ে গিয়ে বড় আকারের দুটি সাপ দেখতে পান। তার হাতে থাকা লাঠি দিয়ে তিনি সাপ দুটিকে তখনই পিটিয়ে মেরে ফেলেন। পরে সাপ দুটি মাটিতে পুঁতে রাখা হয়।
শরিফুল ইসলাম জানান, এই ধরনের সাপ আগে কখনো দেখেননি। পত্র পত্রিকা ও টেলিভিশনে এমন সাপ দেখেছেন। ওই সব সাপের সাথে এর মিল থাকায় তিনি নিশ্চিত হয়েছেন এ দুটো রাসেল ভাইপার সাপ। এরপর থেকে এলাকার মানুষ সাপ আতঙ্কে রয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, বিষয়টি তিনি রাতে শুনেছেন। সাপ দুটো দেখেননি। তবে রাসেল ভাইপার সম্পর্কে তার ধারনা রয়েছে। খুবই বিষধর হয় এ সাপ। স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে কথা বলে এ বিষয়ে করণীয় ঠিক করা হবে। এলাকাবাসীকে সাপ থেকে অধিকতর সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।
রাজবাড়ী জেলা বন কর্মকর্তা মো. হাবিবুজ্জামান জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। রাসেল ভাইপার সম্পর্কে তার কোনো ধারনা নেই।