গোয়ালন্দের দুই ইউপি নির্বাচন নিয়ে মতবিনিময়: সুষ্ঠু নির্বাচন নিয়ে স্বতন্ত্র প্রার্থীদের শঙ্কা
- প্রকাশের সময় : ০৭:৪০:২০ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / 185
জনতার আদালত অনলাইন ॥ আগামী ১১ নভেম্বর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ও উজানচর ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে বিএনপিসহ কোন রাজনৈতিক দলের অংশগ্রহন না থাকলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। সোমবার গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কাছে এই শঙ্কার কথা জানান স্বতন্ত্র প্রার্থীরা।
ছোটভাকলা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী মিয়া জানান, ইতিমধ্যে নানান ঘটনার কারণে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে বিভিন্ন শঙ্কা সৃষ্টি হয়েছে। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের নাম উল্লেখ করে বলেন, একজন দায়িত্বশীল ব্যাক্তি যদি বক্তব্যে বলেন, যে কোন মূল্যে নৌকাকে বিজয়ী করতে হবে। এতে সাধারন ভোটারদের মধ্যে ভীতির সৃষ্টি না হওয়ার কোন কারন নেই। তিনি বলেন, চলমান নির্বাচনে তার কর্মীরা স্বাভাবিক ভাবে ভোটাদের কাছে ভোট চাইতেও পারছেন না। কর্মীদের ভয়ভীতি দেখিয়ে ফিরিয়ে দেয়া হচ্ছে। নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করলেও কোন ফল পাওয়া যাচ্ছে না। অপরদিকে উজানচর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন ফকির বলেন, আমি এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তারপরও আমাকে ভোটাদের কাছে যেতে বিভিন্ন ভাবে বাঁধা প্রদান করা হচ্ছে। আমার কর্মীরা ভোট চাইতে গেলে সেখানে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়, সেখানে আর তারা ভোট চাইতে পারে না। এটা কেমন নির্বাচন হচ্ছে।
জানা যায়, ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ছোটভাকলা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকে পুনরায় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. আমজাদ হোসেন। এখানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সদ্য আওয়ামীলীগের বহিস্কৃত নেতা মোহাম্মদ আলী মিয়া (আনারস)।
অপরদিকে উজানচর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে অংশ নিয়েছেন বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন ফকির। এখানে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে লড়ছেন সাবেক চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন যুবলীগ নেতা জিন্দার আলী।
অনুষ্ঠানে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান কড়া হুশিয়ারী দিয়ে বলেন, সুষ্ঠু ভোটের ক্ষেত্রে যারা অন্তরায় হবে তাদের ঠিকানা হবে জেল-হাজত। কাউকে কোন অনিয়ম করার জন্য বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। সুতরাং যারা এ ধরনের চিন্তা করছেন তারা সাবধান হয়ে যান।
মতবিনিময়ে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলশাদ বেগম জানান, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে গ্রহন করা হয়েছে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে এমন কোন কাজ কাউকেই করতে দেয়া হবে না।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুনের সভাপতিত্বে মতবিনিময়ে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান, গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. নিজাম উদ্দিন আহমেদ, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর প্রমুখ।