ফরিদপুরে ইউনিয়ন পর্যায়ের গণশুনানিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
- প্রকাশের সময় : ০৭:২৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / 139
রবিউল হাসান রাজিব: ফরিদপুরে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), সুইজারল্যান্ডের এসডিসি ও ডেনমার্কের ডানিডা এর অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ কতৃক বাস্তবায়নাধীন ‘কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
জেলার সদরপুর উপজেলায় কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে, (১লা নভেম্বর) সোমবার দুপুরে ইউনিয়নের শৌলডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন ফকির এর সভাপতিত্বে ইউনিয়ন পর্যায়ে গণশুনানি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লা।
গণশুনানি সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদের গুরুত্বপুর্ন কাজগুলো পরিষদে আলোচনা করে স্বচ্ছতার আওতায় আনা সম্ভব। এ ছাড়া যে কাজ ইউনিয়ন পরিষদে সম্ভব না, সেই কাজগুলো উর্ধতন কর্মকর্তাদের নিকট পাঠাতে হবে। তিনি বলেন, স্কুলে গমণকারী মেয়েদের ইভটিজিং বিষয়ে যুবক ছেলেদের সতর্ক করে প্রধান অতিথি বলেন আমরা ডিজিটাল বাংলাদেশে অবস্থান করেছি। তবে এর যেমন ভালো দিক রয়েছে, তেমনি এর খারাপ দিকও রয়েছে। জাতি গড়তে মান সম্মত শিক্ষার ব্যবস্থা করতে হলে শিক্ষার জন্য অনুকূল পরিবেশ তৈরী করা প্রয়োজন। তাই কিশোর কিশোরিদের ইন্টারনেট ব্যবহারের ব্ষিয়ে পরিবারবর্গকে সচেতনতা হওয়ার পরামর্শ দেন। একই সাথে এই ইউনিয়ন সহ সকল এলাকায় মাদক সেবনকারী ও বিক্রেতা বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানান। বর্তমান ডিজিটাল বাংলাদেশ এর কথা তুলে ধরে তিনি আরো বলেন, জনপ্রতিনিধিদের কার্যক্রম ও সেবামূলক কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণশুনানির মাধ্যমে জনসচেতনতা বাড়ছে। ইউনিয়ন পর্যায়ের জনগণ যত বেশি সচেতন হবে, উন্নয়ন ও জনসেবা ততবেশি নিশ্চিত হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক মাহমুদ, সদরপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত গোলদার, সদরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আঃ মমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বিধান রায়, সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালালউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আবু তাহসান মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঃ মালেক মিয়া, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ এনামুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার নির্মল চন্দ্র মৃধা প্রমূখ।