গোয়ালন্দের ২ ইউপি নির্বাচনে ৮৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
- প্রকাশের সময় : ০৭:০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / 238
জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ও উজানচড় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ নভেম্বর তারিখে। এ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের পর বুধবার সকাল ১১ টায় গোয়ালন্দ উপজেলা হল রুমে এ দুটি ইউনিয়নের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ নির্বাচনে ছোটভাকলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতিক পেয়েছেন আমজাদ হোসেন, এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ আলী পেয়েছেন আনারস প্রতিক। ছোটভাকলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাধারন সদস্য প্রার্থী মোঃ জাকির মন্ডল সহ ২৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ১২ জন সহ মোট ৪৪ জন প্রার্থী প্রতিদন্দিতায় অংশ গ্রহন করেন। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৪,৮৫৭ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৭,৫২৪ ও মহিলা ভোটার সংখ্যা ৭,৩৩৩জন। উজানচড় ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতিক পেয়েছেন মোঃ গোলজার হোসেন মৃধা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতিক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন ও স্বতন্ত্র অন্য প্রার্থী ঘোড়া প্রতিক পেয়েছেন জিন্দার আলী। এ ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান প্রার্থী সহ সাধারন সদস্য ২৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৯ জন সহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদন্দিতায় অংশ নিয়েছেন।এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২২,৫০৩জন ,এর মধ্যে পুরুষ ভোটার ১১,৭২৬ জন মহিলা ভোটার ১০,৭৮৭ জন। এ দুটি ইউনিয়নের ৫ জন চেয়ারম্যান সহ মোট ৮৩ জন প্রার্থী ১১ নভেম্বর নির্বাচনে প্রতিদন্দিতা করবেন। প্রতিক বাদ্দের পর প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চাইতে আর বাঁধা নেই। প্রতিক বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি, উপজেরঅ নিবার্হী কর্মকর্তা আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা নিজাম উদ্দিন আহম্মেদ,গোয়ালন্দ সহকারী কমিশনার ভূমি মোঃ রফিকুল ইসলাম, গোয়ালন্দ পৌর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মন্ডল প্রমুখ।তবে প্রার্থীদের ভোটের মাঠে আচরন বিধি মেনে নির্বাচনের প্রচার প্রচারনা করতে বলা হয়েছে। আচর বিধির কোন ধরনের ব্যত্যয় ঘটানো হলে এবং ভোট কেন্দ্রে কোন ধরনের গোলযোগকরা হলে তা কঠোর ভাবে প্রতিহত করা হবে। প্রয়োজনে বে-আইনী ভাবে একটি ব্যালট স্পর্শ করা হলে তার জন্য একটি বুলেট প্রয়োগ করার ঘোষণাও দেন কর্মকর্তারা ।